বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাঙ্গাবালীতে সড়ক মেরামত কাজে অনিয়ম 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালীতে সড়ক মেরামত কাজে অনিয়ম 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজার থেকে ভূইয়া কান্দা জামে মসজিদ পর্যন্ত এলজিইডির একটি সড়কের মেরামতের কাজের মেয়াদ শেষ হওয়ায় তড়িঘড়ি করে কাজ করার কারণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এবং সিডিউল অনুযায়ী কাজ না করায় স্থানীয় জনগণ কাজ বন্ধ করে দিয়েছে। 

স্থানীয়রা জানান, রাস্তার কাজ খারাপ হচ্ছে। ঠিকাদার জোর করে কাজ চালিয়ে যাচ্ছে। রাস্তার কাজের শুরু থেকে ঠিকাদার পচা ইটের গুঁড়া দিয়ে কাজ করেছে এবং জাহাজমারার লবণক্ত বালুও ব্যবহার করা হয়েছে এই রাস্তায়। এখন আবার লালচে খোয়া ও মাটির মধ্যে কার্পেটিং চলছে। 

এলাকাবাসী প্রতিবাদ করলেও কোনো কাজে আসছে না বলে জানান তারা। যারা প্রতিবাদ করেছে তাদের মামলার হুমকি-ধামকি দিচ্ছে ঠিকাদার জুয়েল। তাই তারা স্থানীয় প্রতিনিধিসহ সরকারের উপরস্থ কর্মকর্তাদের বিষয়টি জরুরিভাবে দেখার অনুরোদ করছেন। তারা আরও জানান, এক মাস পর জাতীয় দ্বাদশ নির্বাচন হবে বর্তমানে রাস্তা ঘাট ঠিকঠাক মতো না করলে সরকারের বদনাম হবে। 

এই রাস্তার কারণে এলাকার জনগণ নৌকা মার্কায় ভোট দিবেনা বলে মন্তব্য করেন স্থানীয় জনগণ। আমাদের মনে হয় ঠিকাদার সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম খারাপ কাজ করে যাচ্ছে। তাই আমরা সরকারের সব প্রতিনিধিদের কাছে অনুরোধ করছি যাতে করে রাস্তা ঠিক ঠাকমতো করা হয়।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এলজিইডির গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের আওতায় ৮৫ লাখ টাকায় ৩.৫ কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ পায় পটুয়াখালীর মের্সাস আমির এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে কাজের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। তাই তড়িঘড়ি করে সড়কের কাজ শুরু করেন ঠিকাদার প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী প্রাইমকোট দিয়ে কার্পেটিং করার নিয়ম থাকলেও তা না করে সামান্য বিটুমিন ব্যবহার করে কার্পেটিংয়ের কাজ করছে। 

রাস্তার কাজের ঠিকাদার মো. আমির হোসেন বলেন, তোর কাজ ছবি তোলা তুই ছবি তুলে তোর যা করার কর। এদিকে ঠিকাদারের কাজের দায়িত্বরত জুয়েল বলেন, সিডিউল অনুযায়ী আমাদের রাস্তার কাজ হচ্ছে ১০ ফুট করা সেখানে আমরা ১১ ফুট করতেছি। তাহলে আমরা কাজ একটু কম করব তানা হলে বাড়ি থেকে এনে করব।

এ ব্যাপারে মৌডুবী ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান (রাসেল) বলেন, রাস্তার কাজে অনিয়ম হচ্ছে আমি জানতে পারছি আমি এলজিইডি অফিসে কথা বলছি। এলাকাবাসী কাজ বন্ধ করে দেক।

কাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (এসও) আমি আসার আগে যতটুকু কাজ খারাপ করেছে আসার পরে এখন ভালো করছে।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, রাস্তায় কাদামাটি ছিল এ কারণে চেয়ারম্যান ও এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে।

টিএইচ